সরকার চরাঞ্চলের মানুষের উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে-আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:25 PM, 16 January 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান বলেছেন, সরকার চরাঞ্চলের মানুষের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত চরাঞ্চলে পৌছে দেয়া হচ্ছে বিদ্যুতের সংযোগ, স্থাপন করা হচ্ছে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের বাস্তবমূখী পদক্ষেপে চরের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। বিভিন্ন ফসল চাষাবাদ করে দেশের অর্থনীতির ভিত মজবুত করছে চরের চাষীরা। তিনি আরও বলেন, চরের ছেলে-মেয়েদের পড়াশুনার কথা বিবেচনা করে প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার দুপুরে সোনাতলার সীমান্তবর্তী সারিয়াকান্দীর চালুয়াবাড়ী ইউনিয়নের আউচারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আলহাজ্ব জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, সহ-সভাপতি সামসুল হক মাস্টার,সারিয়াকান্দী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,,সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,আওয়ামীলীগ নেতা ও মধুপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাইফুল ইসলাম, আউচার পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রভাষক জাকিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শওকত আলী। এর আগে প্রধান অতিথি সোনাতলার পাকুল­া ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :