সদরের লাহিড়ীপাড়ায় মটরসাইকেল প্রতীকের প্রচার মাইক ভাংচুর জনমনে আতংক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:32 PM, 24 May 2016

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদের নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করেছে প্রতি পক্ষের প্রার্থীর নেতা কর্মীরা।

জানা গেছে বগুড়া সদরে আগমী ৪ঠা জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন। মঙ্গলবার দুপুরে লাহিড়ীপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মটরসাইকেল প্রতীক) মাওলানা আব্দুর রশিদের নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করে মটরসাইকেল মার্কার প্রচারকারীদের মারপিট করে আহত করেছেন। এব্যাপারে মাওলানা আব্দুর রশিদের সাথে কথা বললে তিনি জানান আমার মটরসাইকেল প্রতীকের প্রচার মাইক ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে যখন কোয়ালিপাড়া গ্রামে পৌছে তখন প্রতিপক্ষ সরকার দলীয় নৌকা মার্কা প্রতীকের প্রার্থী আজহারুল হান্নান রিপুর কর্মীরা প্রচারকৃত সিএনজির পথরোধ করে সিএনজিতে থাকা দুটি মাইক ভাংচুর করে চালক ও প্রচারকারীদের মারপিট করে আহত করে। আহতরা হলো চাঁদপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সিএনজি চালক রকি (২৫) একই গ্রামের আবু হোসেন এর পুত্র বাধন (২০) ঠান্ডুর পুত্র নাজিম (২২)। এঘটনায় অত্র ইউনিয়ন জুড়ে সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। এব্যাপারে প্রার্থী মাওলানা আব্দুর রশিদ বাদী হয়ে লাহিড়ীপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আব্দুস সামাদের কাছে অভিযোগ দাখিল করেন। এমনকি বগুড়া জেলা রিটানিং অফিসার ও পুলিশ সুপার বরাবরেও অনুলিপি প্রদান করা হয়। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। রিটার্নিং অফিসারের সাথে কথা বললে তিনি বলেন, শুধু মাওলানা আব্দুর রশিদ নয়, মশাল মার্কায় প্রতীকের সাইদুর রহমান সালেক এবং ধানের শীষ প্রতীকের মাফতুন আহম্মেদ এর পক্ষ থেকেও একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন :