সুদামপুর মৌজার ওয়াকফ্ এস্টেট এর জমি হইতে বালু উত্তোলনের চেষ্টা বিভিন্ন দপ্তরে অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:33 PM, 24 May 2016

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর মৌজার করতকোলা গ্রামে মনির উদ্দিন মন্ডল ওয়াকফ এস্টেট ইসি নং-২৯৬৭, এর বর্তমান মোতওয়ালি­ ওয়াকফ জমি হইতে বালু উত্তোলনের চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঐ স্টেটের জমির ভূগর্ভস্থ হতে মোতওয়ালি­ কর্তৃক বালু উত্তোলনের চেষ্টা করা হচ্ছে বলে এলাকাবাসী জানান। যদি ওয়াকফ এস্টেট এর জমি হতে বালু উত্তোলন করা হয় তাহলে কৃষি জমি সহ আশপাশের কৃষকের ব্যাপক ক্ষতি সাধন হবে। বিষয়টি ওয়াকফ স্টেট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

আপনার মতামত লিখুন :