সারা দেশের ন্যায় শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জনসংখ্যা ও উন্নয়ন আর্ন্তজাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এই প্রতিপাদ্যে সামনে রেখে- বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যালিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,মহিলা ভাইচ চেয়ারম্যান ফাইমা আক্তার, আটমুল ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফজলুল হক, নির্বাচন অফিসার আনিছুর রহমান সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।