সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:40 PM, 22 May 2019

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ রমজান মাসে প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে ও মানসম্মত ভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে পৌর এলাকায় বিভিন্ন দোকানের সামনে দৃশ্যমান অবস্থায় পণ্যের মূল্যের তালিকা না টাঙ্গানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মালামাল রাখার দায়ে-ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৩৮ধারা মোতাবেক ৭ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্যবসায়ী মহল কে পবিত্র মাহে রমজান মাসে অতিরিক্ত মুনাফা না করার জন্য সবাইকে সর্তক করা হয়েছে। এব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আহম্মেদ বলেন, পবিত্র রমজানে দ্রব্য মূল্যে স্বাভাবিক রাখতে এবং ভেজাল মজুদ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, আরো অভিযান রমজান মাস ব্যাপি অব্যাহত থাকবে। এ অভিযানে সহযোগীতা করনে-সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিদ্বার্থ ভৌমিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, থানার এস আই আব্দুল মজিদ সরকার প্রমুখ।

আপনার মতামত লিখুন :