সোনাতলা চরপাড়ায় দুটি ছ’মিল জায়গা থেকে চোরাই কৃত সরকারী গাছ উদ্ধার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 21 May 2019

সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া সোনাতলা উপজেলার চরপাড়া এলাকার ওয়াহেদ ছ’মিল ও একই এলাকার মৃত সুজা’র ছ’মিল এলাকা থেকে চোরাই কৃত ২টি বড় এন্ট্রিকরি ও ২ টি আকাশ মনি গাছের ডুম উদ্ধার করেছে সোনাতলা উপজেলা প্রশাসন।
জানাযায়, গত শুক্রবার রাতে কে বা কাহারা চরপাড়া, মাঝিপাড়া গোসাইবাড়ী রাস্তার ধারের এলজিইডি অধিনস্ত ওই গাছ গুলি কেটে ওই দুটি ছ’মিলে আলাদা আলাদা করে রাখে। খবর পেয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্ত করার জন্য বন বিভাগের ও সরকারী কর্মকর্তারা গেলে তারা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে গাছের ডুম গুলো জ্বব্দ করে এবং এর পিছনে গোসাইবাড়ী এলাকার পুটুর ছেলে মানিক, জাহাঙ্গিরের ছেলে লিচু, ইনছার আলীর ছেলে মনাহার, ইনছারের ছেলে মোনারুল জড়িত রয়েছে মর্মে তালিকা করেন।
এ রিপোর্ট লেখা অব্দি জব্দকৃত গাছের ডুম গুলিতে লাল কালিতে নাম্বার বসিয়ে ওই স্থানেই রাখতে দেখা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলমের সাথে কথা বললে তিনি বলেন চোরাই কৃত গাছ জব্দ করা হয়েছে। এ পিছনে কিছু ব্যক্তি জড়িত এমন নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :