সোনাতলায় জোরপূর্বক অন্যের বসতবাড়ীতে ঘর নির্মাণের চেষ্টাঃ থানায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:29 PM, 15 May 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা পৌর এলাকার গড়চৈতন্যপুরে জোরপূর্বক অন্যের বসতবাড়ীতে ঘর নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোনাতলা থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছে গড়চৈতন্যপুর গ্রামের মৃত. গেন্দা আকন্দের পুত্র মোঃ খয়বর আলী আকন্দ। অভিযোগসূত্রে জানা যায়, গড়চৈতন্যপুর গ্রামের গেন্দা আকন্দের ৩ পুত্র খয়বর আকন্দ,তফিজার আকন্দ ও ছফিজার আকন্দ গড়চৈতন্যপুর গ্রামে পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে বসত করে আসছিল। বেশ কয়েক বছর আগে গেন্দা আকন্দের এক পুত্র ছফিজার তাঁর প্রাপ্ত ৪ শতক জায়গা বিক্রি করে জনৈক শফিকুলের নিকট। হঠাৎ করে কিছুদিন যাবৎ খয়বর আলীর নিষ্কন্টক জায়গায় নিজের জায়গা রয়েছে মর্মে দাবী করে জায়গা বিক্রি করে যাওয়া খয়বরের সেই ভাই ছফিজার। এ নিয়ে বেশ কয়েকবার শালিশ দরবারও হয়। পৌর কর্তৃপক্ষও খয়বরের পক্ষে রায় দেয়। এমতাবস্থায় গত শুক্রবার দুপুরে ছফিজার রহমান,তাঁর পুত্র রবিরুল ইসলাম লোকজনসহ লাঠিসোটা নিয়ে অতর্কিতে খয়বরের বাড়ীতে প্রবেশ করে জোর পূর্বক সীমানা খুঁটি পুঁততে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে ছফিজারের পুত্র রবিরুল খয়বর আলীর নাতনী জাকিয়া সুলতানা (১২) কে বেদম মারপিট করে। এ সময় তারা খয়বরের ঘরের বেড়া কেটে ফেলে এবং খয়বরের পরিবারের লোকজনকে হত্যার হুমকী দিয়ে বাড়ী করার উদ্দেশ্যে রক্ষিত প্রায় ৫০০ ইট লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে সোনাতলা থানার এস আই রেজাউল করিম জানান, একটি অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :