সোনাতলায় পল­ী বিদ্যুতের অবৈধ লাইন জব্দ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:54 PM, 20 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া সোনাতলা পৌরসভার ৯ নং ওয়ার্ড কানুপুর গ্রামের জনৈক বাবুর বাড়ি থেকে তার নিজ নামীয় পল­ী বিদ্যুতের একটি মিটার অবৈধ লাইন সংযোগের কারণে জব্দ করেছে, সোনাতলা পল­ী বিদ্যুৎ এর জুনিয়র ইঞ্জিনিয়ার খায়রুল আলম। জানা যায় গতকাল সকালে ওই এলাকায় লাইন ম্যান জিল­ুর রহমান বাবু কাউন্সিলরের বাড়িতে গিয়ে তার মিটার সংযোগে দেখতে পায় হুকিং লাইন। এর পর বিষয়টি অফিসে এসে এইজিএম কে জানালে জুনিয়র ইঞ্জিনিয়ার খায়রুল আলম সহ তাৎক্ষনিক ভাবে ওয়ান লাইন ম্যান জিল­ুর রহমান, ছাইদুর রহমান, সিদ্দিকুর রহমান, ইসমাইল, খায়রুদ্দিনসহ তদন্ত করতে গেলে তারা হুকিং সংযোগ সহ অবৈধ লাইনটি একটি পোল্টি ফার্মে ও এস.টি ডাব্লু লাইন দেখতে পায়। এ সময় ওই বাড়ির আবাসিক মিটারটি সংযোগ বিচ্ছিন্ন করে ৪০০ গজ তার সহ মিটারটি নিয়ে আসে। এব্যাপারে সোনাতলা পল­ী বিদ্যুতের এজিএম রফিকুল ইসলামের সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ হুকিং লাইনটি সংযোগ বিচ্ছিন্ন করে তার সহ অফিসে নিয়ে আসা হয়েছে। অবৈধ লাইন গ্রাহককের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা অনাদায়ে মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :