সোনাতলায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাই নাটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:51 PM, 19 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গত মঙ্গলবার সোনাতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ৪ মাথা নামক স্থানে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা থেকে রেহাই পেতে ছিনতাই নাটক সাজিয়েছে ওই গ্রামের ছাইদুর রহমান নামের এক ইট ভাটার শ্রমিক সরদার। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও স্থানীয় দোকানদার সুত্রে জানাযায় মঙ্গলবার বিকেলে একই গ্রামের সুরুজ মিয়ার সাথে ছাইদুরের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা-ধাক্কি ঘটে। এসময় স্থানীয় ফ্লাক্সী লোড ব্যবসায়ী রুহুল আমিন, সার ব্যবসায়ী হুমায়ন কবির, পাট ব্যবসায়ী হাফিজুল সহ দুই তিন জন উভয়কে দুই দিকে সরে দেয়। এ ব্যাপারে সুরুজ মিয়া জানায় গত ০১/০৮/২০১৬ ইং তারিখে আমি ও আমার চাচাতো ভাই মোকারের জন্তিয়ারপাড়া চরে যাওয়ার সময় ছাইদুর রহমান সহ কয়েকজন আমাদের উপর অতর্কীত হামলা চালায়। এ ঘটনায় সোনাতলা থানায় গত ০২/০৮/২০১৬ ইং তারিখে আমি বাদি হয়ে ছাইদুর সহ মুখ চেনা ১৫/১৬ জনের নামে সোনাতলা থানায় মামলা দায়ের করি। এরপর থেকেই ছাইদুর আমাকে বিভিন্ন ভাবে বে-কায়দায় ফেলানো চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার আমি বালিয়াডাঙ্গা ৪ মাথায় চা খেতে আসলে ছাইদুর আমাকে অকর্থ্য ভাষায় গালি-গালাজ দেয়। পরে স্থানীয়রা এসে তা মিমাংসা করে দেয়। এ ঘটনায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিককে মিথ্যা অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে নেয়, যাহা বানোয়াট ও অসত্য । এ ব্যপারে সাংবাদিকরা ওই এলাকার মুদি দোকানী মতিয়ার রহমান, সালেক মিয়া, সাহেব আলী সহ কয়েকজনকে জিজ্ঞাসা করলে তারা জানায়, সেদিন ওই দুই জনের মধ্যে কথা কাটা কাটি ও ধাক্কা ধাক্কা ঘটে। এসময় ছাইদুরের টাকা হারিয়েছে বা ছিনতাই হয়েছে এধরনের কোন কথা শুনা যায়নি।

আপনার মতামত লিখুন :