সোনাতলা বালুয়া ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শিক্ষিকার সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:39 PM, 16 January 2020
Exif_JPEG_420

সংবাদ আজকাল ডেস্ক: বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে  বুধবার বেলা ১২ টায় বগুড়া সোনাতলা অস্থায়ী প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বালুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আকতার ।   তিনি তার লিখিত অভিযোগে বলেন, বালুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালুয়াহাট উচ্চ বিদ্যালয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান বালুয়াহাট এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার চাহিদা পূরণ করে আসছে।  অতিতে এই দুটি প্রতিষ্ঠানের সু সর্ম্পক বিরাজমান ছিলো।   কিন্তু বর্তমান সভাপতি দ্বায়িত্ব গ্রহনের পর সরকারী খাস জমিতে অবস্থিত বালুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন সংলগ্ন সিমানা প্রাচীর ভেঙে দোকান ঘর নির্মান করার অবৈধ পায়তারা শুরু করেছে।   এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন তিনি।   এতে ক্ষিপ্ত হয়ে গত ১৩জানুয়ারী সোমবার সন্ধা ৬.৩০ মিনেটের সময় বিষয়টি নিয়ে মিমাংশার কথা বললে আমি সম্মতি জানাই।  পরের দিন সকাল ১০টায় চেয়ারম্যান রুহুল আমিন বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি আব্দুল করিম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, এসএমসি সদস্য আব্দুল জলিল, শিক্ষক শাহীন, সহ কয়েকজন আমার বিদ্যালয় কার্যালয়ে আসে।   এসময় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আচমকা গালা-গালি শুরু করে এবং বেয়াদপ মহিলা, ফাজিল মহিলা, বদ মহিলা সহ অকথ্য ভাষায় গালি গালাজ করে হুমকি ধামকি ভয়-ভিতি প্রদর্শন করে এবং ওই জমিতে আগামীকাল ঘর উঠবে আপনি বাঁধা দিতে পারবেন না, প্রশাসনকে জানানে পারবেন না, আপনাকে দেখে নিবো ইত্যাদি।  তাহার এহেন অশোভন আচারনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে তার সাথে ছিলেন, সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমা ও রোজিনা আক্তার।

আপনার মতামত লিখুন :