স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিতা সন্নিবেশিত করে পৌরসভা আইন অধ্যাদেশের গেজেট প্রকাশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 03 November 2015

 

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিতা সন্নিবেশিত করে স্থানীয় সরকার পৌরসভা আইন (সংশোধন) অধ্যাদেশ ২০১৫ এর গেজেট প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০০৯ সনের স্থানীয় সরকার পৌরসভা আইনের ৫৮ ধারা সংশোধন করে নুতন ধারা ২০ ক সন্নিবেশিত হবে। ‘২০ ক। নির্বাচনে অংশ গ্রহণ- ধারা ১৯ এর বিধান সাপেক্ষে, কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে।

আপনার মতামত লিখুন :