১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:08 AM, 15 August 2019

সংবাদ আজকাল ডেস্ক: আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার সময় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে (জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

প্রথমে সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পরে সাড়ে ৬টার দিকে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ঊঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকুতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

পরে কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় ৷

আপনার মতামত লিখুন :