সোনাতলায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে চোঁখ হারাতে বসেছে এক বৃদ্ধ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:51 PM, 25 September 2018

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে গুরুতর জখম প্রাপ্ত হয়ে ডান চোঁখ হারাতে বসেছে এক বৃদ্ধ যাত্রী।

জানা যায়,সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী ১৯-আপ ট্রেনটি সোনাতলা রেল-স্টেশনে আসার পথে ভেলুরপাড়া-সোনাতলা স্টেশনের মাঝা-মাঝি দহপাড়া নামক স্থানে পৌঁছিলে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের জানালা পাশে বসে থাকা উপজেলার সিচারপাড়া গ্রামের আব্দুল জোব্বার(৬৫) নামে এক বৃদ্ধের ডান চোঁখে পাথরের আঘাত লাগলে গুরুতর জখম প্রাপ্ত হয়।পরে স্টেশন মাষ্টারের সহযোগিতায় ওই বৃদ্ধাকে সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বে-গতিক দেখে ওই বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরন করে। এ বিষয়ে সোনাতলা রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল হামিদ এর সাথে কথা বললে,তিনি জানান ঘটনাটি স্টেশন রেঞ্জের বাহিরে হয়েছে।তার পরেও বিষয়টি জেনে বৃদ্ধার অবস্থা দেখে আমার স্টাফ পি-ম্যান সুজন এবং ইসমাইলকে দিয়ে বৃদ্ধাকে সোনাতলা হাসপাতালে পাঠিয়ে দেই।

আপনার মতামত লিখুন :