শিবগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে বসতবাড়ী ভাংচুর ও লুটপাত, থানায় এজাহার দায়ের

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:39 PM, 20 April 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বেড়াবালা ছয়ঘরিয়া গ্রামে পারিবারিক শত্রতার জের ধরে বসতবাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার, গরু, ছাগলসহ বাড়ীর আসবাপপত্র লুটপাতের ঘটনা ঘটেছে। ১০জনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে থানায় মামলা দায়ের। থানার এজাহার সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বেড়াবালা ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কালাম আজাদের পুত্র তৌহিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের শহিদুল ইসলামের কণ্যা জান্নাতি আক্তারের সাথে চার বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্য বিষয় নিয়ে দন্দ্ব কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে উভয় পারিবার তাদের সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সম্পর্ক বিচ্ছেদের বিষয়টি নিয়ে উভয় পরিবারে সদস্যদের নিয়ে গত শুক্রবার ছেলে তৌহিদুল ইসলামের বাড়িতে বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু মেয়ে পক্ষ ঐদিনে ১০০-১৫০ জন লোক নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুল কালাম আজাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘড় ভাংচুর করে আড়াই ভরি সোনা, নগদ ১,৭৪,০০০ টাকা,বিদেশী দুটি গরুসহ ঘড়ের আসবাপপত্র লুটপাত করে নিয়ে যায়। তাদের বাঁধা দিতে আসলে, আবুল কালাম আজাদ, তার স্ত্রীও একমাত্র ছেলে তৌহিদুলকে বেধরক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সকল মালামাল লুট করে পালিয়ে যায়। এব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে শহিদুল ইসলাম, আব্দুল খালেক, আঃ খালেকের বউ আন্জুআরাসহ ১০ জনের নামে থানায় একটি এজহার দায়ের করে। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এব্যাপারে একটি এজহার দায়ের করা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :