আজ বরকতময় রজনী লাইলাতুল কদর

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:31 PM, 01 June 2019

ষ্টাফ রিপোর্টার, শারমিন শোভা
রমজানের প্রতিটি রাতই ইবাদতের জন্য সুবর্ণ
সময়। তারপরও আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই
মাসে শবে কদর নামে একটি মর্যাদাপূর্র্ণ
বরকতময় রজনী দান করেছেন। এই রজনীতে
কুরআন মাজিদ অবতীর্ণ হয়। কুরআন মাজিদে
এই রাত্রিকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা
হয়েছে। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে
এবং সওয়াবের আশায় ইবাদত করে তার পিছনের
সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শবে কদরের রাত
অনির্দিষ্ট। হযরত রাসুলুল্লাহ (সাঃ) বলেন যদি
কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন
তা রমজানের শেষ দশ রাত্রিতে খোঁজ করে।
(মুসলিম হাদিস নং ৮২৩) তাই ২১, ২৩, ২৫, ২৭,
২৯ রমজানের রাতগুলোকেই বেশি গুরুত্ব দিতে
হবে।
লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম। তাই সারা রাত
জাগরন করে সঠিকভাবে ইবাদত বন্দেগীতেমনোনিবেশ করা কর্ত্যব্য। বেশি বেশি নফল
নামায, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী
কাজা নামায, কোরআন তেলওয়াত, দান সাদকা,
তাসবিহ তাহলিল, তাওবা ইসতেগফার, দুয়া-
দুরুদসহ ইত্যাদি নফল আমলের প্রতি মনযোগী
হওয়া একান্ত জরুরি।

আপনার মতামত লিখুন :