ইসলামি ব্যাংক কলারোয়া শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজমিন সাথী ঃইসলামি ব্যাংক বাংলাদেশ কলারোয়া শাখার আয়োজনে (২১)মে ১৫ রমজানে মঙ্গলবার ব্যাংকের নিজস্ব ভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।উক্ত ইফতার মহাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, প্রধান অতিথি আলোচক হিসাবে উপস্তিত ছিলেন হযরত মাওলানা কামরুল ইসলাম খাতিব কলারোয়া উপজেলা জামে মসজিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নছের,ইসলামি ব্যাংক বাংলাদেশ কলারোয়া শাখা প্রধান শেখ তরিকুল ইসলাম (এ এ ভি পি)ইফতার মহাফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ইসলামি ব্যাংক কলারোয়া শাখার বিভিন্ন পযায়ের গ্রাহকগন ও দুই মমতাধীন স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবগ ও সাংবাদিকবৃন্দ।অনুস্টানটি পরিচালনা করেন ইসলামি ব্যাংক কলারোয়া শাখা সিনয়ার অফিসার সৈয়দ শামছুল হক।অনুস্টানটি সুন্দর ও সুষ্ট ভাবে পরিচালনা করেন।