ঈদ ছুটি শেষে হিলি স্থলবন্দর আবারো সচলঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:54 PM, 11 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর গত রোবাবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর আবারো সচল হয়েছে। স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক বৈঠকে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে সময়ে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে রোববার ১০ জুলাই থেকে পূর্ববতী সিদ্ধান্ত অনুয়ায়ী পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত ছিল।

আপনার মতামত লিখুন :