উপ-নির্বাচন সম্পন্নএবাদুল ও বাটুলচেয়ারম্যান নির্বাচিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:11 PM, 27 July 2019

শেখ মাহামুদুর রহমান (হাসান) কলিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে শান্তিপূর্ণপরিবেশে উপনির্বাচন সম্পন্নএবাদুল বাটুল চেয়ারম্যাননির্বাচিত সাতক্ষীরার কালিগঞ্জেপৃথক ৫টি ইউনিয়নে উপ নির্বাচনশান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই)উপজেলার মৌতলা কুশুলিয়াইউপিতে চেয়ারম্যান, কৃষ্ণনগরে নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুরে , নম্বর ওয়ার্ডে এবং তারালী , নম্বর সংরক্ষিত আসনে নির্বাচনসম্পন্ন হয়েছে। সকাল টা থেকেবিকাল টা পর্যন্ত বিরাহীনভাবেভোট গ্রহন চলে। ব্যাপক নিরাপত্তারসহিত নির্বাচন পরিচালনা করেছেনকালিগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্টেট, র্যাব,পুলিশ, বিজিবি আনছার বাহিনীসার্বিক আইন শৃংখলা রক্ষায়নিয়োজিত ছিলেন। প্রার্থীদের নিজনিজ কর্মী সমর্থদের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুশুলিয়াইউপিতে হাজার ৮শ ৩১ ভোটপেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনসাবেক চেয়ারম্যান শেখ এবাদুলইসলাম। তার প্রতিদ্বন্দীআওয়ামীলীগের মনোনিত নৌকাপ্রতিকের প্রার্থী এ্যাডঃ শেখমোজাহার হোসেন কান্টু। তিনিপেয়েছেন হাজার ১৪3 ভোট অপরদিকে ১২ নং মৌতলাইউপিতে হাজার ৭শ ৮৪ ভোটপেয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুলইসলাম বাটুল চেয়ারম্যান নির্বাচিতহয়েছেন। এবং তার প্রতিদ্বন্দীআওয়ামীলীগের প্রার্থী শেখমাহবুবুর রহমান সুমন পেয়েছেন হাজার ৬শ ২৯ ভোট। অপরদিকেকৃষ্ণনগর ইউনিয়নের নং ওয়ার্ডেতপন কুমার রায়, বিষ্ণুপুর ইউপির, নং সংরক্ষিত আসনেপ্রতিমা রানী মন্ডল এবং তারালীইউপিতে , নং সংরক্ষিতওয়াডে শাহানারা খাতুন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।উপজেলা নির্বাচন অফিসার মোঃজমিরুল হায়দার প্রাথমিক ভাবে রেজাল্টের সত্যতা স্বীকার করেন

আপনার মতামত লিখুন :