উপ-নির্বাচন সম্পন্নএবাদুল ও বাটুলচেয়ারম্যান নির্বাচিত
শেখ মাহামুদুর রহমান (হাসান) কলিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে শান্তিপূর্ণপরিবেশে উপ–নির্বাচন সম্পন্নএবাদুল ও বাটুল চেয়ারম্যাননির্বাচিত সাতক্ষীরার কালিগঞ্জেপৃথক ৫টি ইউনিয়নে উপ নির্বাচনশান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই)উপজেলার মৌতলা ও কুশুলিয়াইউপিতে চেয়ারম্যান, কৃষ্ণনগরে ৬নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুরে ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে এবং তারালী ১,২ ও ৩নম্বর সংরক্ষিত আসনে নির্বাচনসম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকেবিকাল ৫ টা পর্যন্ত বিরাহীনভাবেভোট গ্রহন চলে। ব্যাপক নিরাপত্তারসহিত নির্বাচন পরিচালনা করেছেনকালিগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এনির্বাচনে নির্বাহী ম্যাজিষ্টেট, র্যাব,পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীসার্বিক আইন শৃংখলা রক্ষায়নিয়োজিত ছিলেন। প্রার্থীদের নিজনিজ কর্মী সমর্থদের উৎসাহ ওউদ্দীপনার মধ্যদিয়ে কুশুলিয়াইউপিতে ৬ হাজার ৮শ ৩১ ভোটপেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনসাবেক চেয়ারম্যান শেখ এবাদুলইসলাম। তার প্রতিদ্বন্দীআওয়ামীলীগের মনোনিত নৌকাপ্রতিকের প্রার্থী এ্যাডঃ শেখমোজাহার হোসেন কান্টু। তিনিপেয়েছেন ১ হাজার ১৪3 ভোট ।অপরদিকে ১২ নং মৌতলাইউপিতে ৪ হাজার ৭শ ৮৪ ভোটপেয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুলইসলাম বাটুল চেয়ারম্যান নির্বাচিতহয়েছেন। এবং তার প্রতিদ্বন্দীআওয়ামীলীগের প্রার্থী শেখমাহবুবুর রহমান সুমন পেয়েছেন ২হাজার ৬শ ২৯ ভোট। অপরদিকেকৃষ্ণনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেতপন কুমার রায়, বিষ্ণুপুর ইউপির৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনেপ্রতিমা রানী মন্ডল এবং তারালীইউপিতে ১,২ ও ৩ নং সংরক্ষিতওয়াডে শাহানারা খাতুন বে–সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।উপজেলা নির্বাচন অফিসার মোঃজমিরুল হায়দার প্রাথমিক ভাবে এরেজাল্টের সত্যতা স্বীকার করেন।