সাজমিন সাথীঃসাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়,কলারোয়া থানায় বুধবার ২৯(মে) বেলা ১১টার দিকে জঙ্গী, সন্তাস,মাদক,বাল্য বিবাহ নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি কলারোয় থানার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মেরিনা আক্তার,বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নব _নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনঃ(ওসি)মনির_উল গিয়াস,সভাপতিত্ব অতিথি হিসাবে ছিলেন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক এএম ফারুক,ওয়াকারস পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ,উপজেলা আওয়ামিলীগের সংগঠনিক সম্পদক স ম মোরসেদ আলী, ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি এম এ কালাম।অনুষ্টান এ বারটি ইউনিয়নের ইউঃ চেয়ারম্যান, মেম্বর ছাড়া ও বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্তিত ছিল।অনুস্টান শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত,ও গীতা পাঠ এর মাধ্যমে।পবিত্র কোরআন তিলওয়াত করেন থানা মসজিদ খাতিব সাংবাদিক আসাদুজ্জামান ফারুকি ও গীতাপাঠ করেন এস এই পিযুষ।অনুস্টান শুরু করার পরেই বিভিন্ন চেয়ারম্যান, মেম্বর ও অতিথিবৃন্দ পুলিশের কাছে বিভিন্ন ধরনের আক্ষেপ তুলে ধরেন, পত্যেক এর বক্তব্য শেষে পুলিস সুপার মেরিনা আক্তার বলেছেন মাদক, সন্ত্রাস,র্নিমুলে পুলিস জিরো টলারেন্স। সুনিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষনিক পদক্ষেপ নেব। এছাড়া ও ইভটিজিং, বাল্যবিবাহ পতিরোধ সম্পর্কে আলোচনা করেন।তিনি বিশেষ ভাবে একটি শ্লগান দেন জঙ্গি, মাদক,প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে,পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন।