কলারোয়ায় বঙ্গবন্ধুর শোকার্ত ১৫ই আগস্ট পালিত
সাজমিন সাথীঃ ব্যাক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিবাদের্শের মৃত্যু নেই”কাঁদো বাঙালি কাঁদো” দেশ ব্যাপী এই স্লোগানে পালিত হচ্ছে বাঙ্গালী জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী “যতদিন রবে পদ্না,মেঘনা,যমুনা,গৌরি বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান।”এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পৌরসদর সহ ১১ টি ইউনিয়নের প্রায় চল্লিশোর্ধ্ব ওয়ার্ড/ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের সাথে মতবিনিময় করা সহ কাঙ্গালি ভোজে অংশ গ্রহন করেছেন তালা কলারোয়ার সাবেক সাংসদ কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জন নেতা বিএম নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, রবিউল আলম মল্লিক, কলারোয়ার গর্ব বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, কলারোয়া উপজেলা ছাত্র লীগ সভাপতি শেখ সাগর হোসেন।বাংলার এই অসাংবাদিত নেতা আজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করে গেছেন।হাটি হাটি পা পা করে আজ ৪৪ বছর পেরিয়ে গেছে তবুও আমারা ভুলতে পারি নাই তার দরাজ কন্ঠের বাণী।
3 Attachments