কলারোয়ায় বাসের টায়ার ব্রাস্ট হয়ে কলেজ ছাত্র গুরুতর আহত
সাজমিন সাথীঃ সাতক্ষীরার কলারোয়া আহলে হাদিস মসজিদের সামনে বাসের টায়ার ব্রাস্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম নামে সরকারী কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র গুরুতর আহত হয়েছে।আহত কলেজ ছাত্র শহিদুল উপজেলার গনপতিপুরের ভ্যান চালক মোঃ ইউনুচ আলীর ছোট ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে আহত শহিদুল কলেজে যাওয়ার উদ্দেশ্য আহলে হাদিস মসজিদের নিকটে পৌছানোর সময় খুলনা মেট্রো জ-১১০০৪৭ সাতক্ষীরা হতে যশোর অভিমুখে যাওয়ার সময় সামনের ডান চাকার টায়ার সজোরে ব্রাস্ট হয় এবং টায়ার থেকে রিং বের হয়ে যায়। দ্রুত গতির রিং শহিদুলের বাম পায়ে সজোরে আঘাত করে পার্শবর্তী সোহেলের দোকানের গ্লাস ভেঙ্গে দোকানে ঢুকে যায়।
আহত শহিদুলের বাম পায়ের হাটুর ভেঙ্গে গেছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। দূর্ঘনার খবর পেয়ে কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম হাসান এবং সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট শহিদুলের পাশে দাঁড়িয়ে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।