সাজমিন সাথী ঃসাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ৫ নং ওয়ার্ড ঝিকরা গ্রামে জোনাকি হলের সামনে দোকানে বসে লুডু খেলাকে কেন্দ্র করে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ সিরাজুল ইসলাম ৪৫ (ডাক নাম বড় ভাই) ও তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ ওসমান মোড়ল গুরুতর আহত। প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান সন্ধ্যা ৭টার দিকে ঝিকরা গ্রামের আজমের দোকানে লুডু খেলা চলছিল সেখানে গিয়ে বুদ্ধি প্রতিবদ্ধী সিরাজুল খেলায় বাধা দিলে সিরাজুলের প্রতিবেশী ঝিকরা গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মোঃ আব্দুল বারিক কাঠের চলা দিয়ে পিটিয়ে যখম করে, এসময় সিরাজুলের ছেলে প্রতিবন্ধী ওসমান বাধা দিলে ওসমানকে ও কাঠ দিয়ে পিটিয়ে যখম করেছে। সিরাজুল ও ওসমান কে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ওসমানের অবস্হার অবনতি মনে হলে কর্তব্য ডাঃ মোঃ শফিকুল ইসলাম ওসমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেন ও সিরাজুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বজনদের কাছে দিয়েছে। সামান্য একটা বিষয় নিয়ে দুই প্রতিবন্ধী পিতা পুত্র কে বেদম মারপিট করায় এলাকাবাসী বারিকের আইনানুগ শাস্তি কামনা করেছেন।এবং রাত ১০টার দিকে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।