খানসামায় আশা আঞ্চলিক অফিসের উদ্দ্যোগে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা আশা আঞ্চলিক অফিস কর্তৃক আয়োজিত ২০ মার্চ হতে ২২ মার্চ ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকেরহাট ডিগ্রী কলেজের প্রভাষক সফিউল আলম চৌধুরী লায়ন, খানসামা অঞ্চলের আর.এম আকতারুজ্জামান, খানসামা-১ এর ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর আলম, ফিজিওথেরাপিষ্ট ডাক্তার রুবিনা আক্তার, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা বিকাশ এনজিও’র নির্বাহী পরিচালক নূরল হক, আশার সহকারী ম্যানেজার এটিএম সুলতান মাহমুদ, আশা অফিস-২ এর ব্রাঞ্চ ম্যানেজার হবিবর রহমান, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার-১ এর পূষ্প নাথ সিংহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আশা দিনাজপুর (বীরগঞ্জ) জেলার জেলা ব্যবস্থাপক গিয়াস উদ্দিন। ফিজিওথেরাপী ক্যাম্পে ১৫০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ৩ দিন ব্যাপী রোগীকে চিকিৎসা প্রদান করা হবে