খানসামায় পানিতে ডুবে শিশু নিপার মৃত্যু
মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুর ডুবে নিপা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ২১শে জুলাই দুপুরে উপজেলার গাড়পাড়া গ্রামের পাইকটাকুড়ায় এ দূর্ঘটনা ঘটে। মৃত নিপা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের পাগলা বর্মনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে তার পরিবারের সাথে বেড়াতে আসে নিপা। আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ক’জন শিশুর সঙ্গে গোসল করতে বেলান নদীর বাঁধের অপর পাশে পুকুরে পরে ডুবে তলিয়ে যায়। পরে শিশুর মা অনেক খোঁজাখঁজির করে প্রতিবেশীদের সহায়তায় পুকুর থেকে শিশু নিপার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নানা ফুতু বর্মন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।