খানসামায় বর্ষা মৌসুমেও বৃষ্টির অভাবে আমন রোপা ক্ষেতের জমি ফেটে চৌচির

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানসামায় ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির অভাবে জমিতে পানি না থাকায় আমন রোপা ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও বন্যা, কোথাও জলচ্ছাস আবার কোথাও অনাবৃষ্টি। আর এই অনাবৃষ্টির কবলে দিনাজপুর ও খানসামায় বৃষ্টির অভাবে ক্ষেত্রে আমন রোপা লাগাতে পারছে না কৃষকেরা। হাজার হাজার একর জমিতে পানি না থাকার ফলে মাটি ফেটে গিয়ে লাগানো রোপা আমন ক্ষেত নষ্ট হতে চলেছে। অনেক কৃষক জমিতে লাগানো রোপা আমন ক্ষেতে দিনরাত সেচ দিচ্ছে। সেচ দিয়ে আমন আবাদ করতে খরচ বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণেরও বেশি। সেচ, নিরানী, সার ও কীটনাশক খরচ করতে করতে কৃষকেরা হিমশিম খাচ্ছে আমন আবাদে খরচ করতে। অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায়, যদি এভাবে আরো কিছু দিন চলে তাহলে অধিকাংশ আমন ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাবে। আমন ক্ষেতের ভাগ্যে কি আছে তা কৃষকেরা জানে না।