খানসামায় বিজয় দিবসের প্রস্তুতি সভা

খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২৮শে নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০১৬ উদযাপনের প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির শুরুতে রাত ১২.০১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বিজয়ের দিনে বীর মুক্তিযোদ্ধারে সম্মানার্থে অনুদান ও সম্মাননা প্রদান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচীর নিয়ে আলোকপাত করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মোঃ আতোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেছুর রহমান,ডেপুটি কমান্ডার মোঃ আজিজুল ইসলাম, দৈনিক পরিবেশের উপজেলা প্রতিনিধি মোঃ নুরনবী ইমলামসহ উপজেলা প্রশাসনের অফিসার এবং উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।