খানসামায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩টি পরিবারের বাড়িঘর ভষ্মীভূত
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ১নং আলোকঝাড়ী ইউপি’র চাঁতুরা ডাক্তারপাড়ায় ১৫ নভেম্বর রাত ১২ ঘটিকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩টি পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, ধান, চালসহ ৪টি গরু, ১৫টি ছাগল ও অসংখ্য হাঁস, মুরগি পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগুনের সূত্রপাত নিয়াজ উদ্দীন এর রান্নাঘর থেকে। নিয়াজ উদ্দীনের স্ত্রী আকলিমা ধান সেদ্ধ করে আগুন ঠিকমতো না নিভিয়ে ঘুমিয়ে পড়ে। সেই আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩টি পরিবার শীতে খোলা আকাশের নিচে অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবার প্রধানকে ৩০কেজি করে চাল, ২টি কম্বল, ১বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। উক্ত গ্রামের বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার, প্রধান পুলিশ অধিদপ্তর, ঢাকা ফারুক হোসেন নগদ ৫শ টাকা করে ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানকে প্রদান করেন। দুপুর ১টায় ১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ,স,ম আতাউর রহমান সকল ইউপি সদস্য ও সদস্যাগণের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের খিঁচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেন।