খানসামায় ১০টাকা কেজি দরে হত দরিদ্র কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন
তফিজ উদ্দিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখা হাসিনা আনুষ্ঠানিকভাবে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধনের মধ্যে দিয়ে খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউপিতে গতকাল শনিবার বিকেল ৩টার সময় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। এসময় খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান, উপজেলা খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, উপজেলা খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: মকছেদার রহমান, মো: সাদেকুল ইসলাম, ১নং আলোকঝাড়ী সভাপতি মো: নুর আলম মেম্বার, সদস্য আব্দুল কুদ্দুস সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। হত দরিদ্রের মাঝে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। পরবর্তী সময়ে ১নং আলোকঝাড়ী ইউপি’তে ১৬০৮ জন, ২নং ভেড়ভেড়ী ইউপি’তে ১৩৩২ জন, ৩নং আংগারপাড়া ইউপি’তে ১৩৫৮জন, ৪নং খামারপাড়া ইউপি’তে ১২৭৭জন, ৫নং ভাবকী ইউপি’তে ১৩২৮জন ও ৬নং গোয়ালডিহি ইউপি’তে ১২৯৪জন হত দরিদ্রের মাঝে ২শ ৪৬ মেট্রিক টন চাল ১০ টাকা কেজি মূল্যে বিতরণ করা হবে। ১ নং আলোকঝাড়ী ইউপিতে ডিলার ছিলেন মো: মকছেদার রহমান ।