খানসামায় ৪ দিনের টানা বর্ষনে প্লাবিত রোপা আমন পানির নিচে
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬টি ইউনিয়নসহ আশাপাশের জেলা ও উপজেলাগুলোতে গত ৪ দিনের একটানা বর্ষনে প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর আমন রোপা লাগানো ধানের ক্ষেত। ভেসে গেছে শত শত মাছের ঘের। মাঠে নষ্ট হয়ে গেছে সবজির ক্ষেত। প্রায় ২ ফুট পানি জমে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠগুলোতে। ডুবে ও ভেঙ্গে গেছে অনেক গরীব মানুষের ঘর-বাড়ি। নদীর ¯্রােতের পানিতে ভেসে গেছে অনেক কৃষকের জাগানো পাট। পানির নিচে তলিয়ে থাকা লাগানো আমন বীজগুলো নষ্ট হয়ে গেলে বীজতলার অভাবে আর সেগুলো জমিতে রোপা লাগানো সম্ভব নয়। এবার খানসামা উপজেলা কৃষি বিভাগ ১৩ হাজার ২২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি বিভাগের কর্মকর্তা জানান। এদিকে বন্যায় প্লাবিত হয়ে রোপা আমন ক্ষেতের ক্ষতির কথা ভেবে কৃষককুল দিশেহারা হয়ে পড়েছে। প্রবল বর্ষনে বন্যার পানির নিচে তলিয়ে থাকা রোপা আমনের চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি।