গাবতলীতে জঙ্গীদের রোধে ইমামদের নিয়ে পুলিশের মতবিনিময়
আতাউর রহমান!!গাবতলী (বগুড়া)থেকে ঃ বগুড়ার গাবতলীতে জঙ্গিদের রোধে মসজিদের ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারীদেরকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন থানার ওসি শাহিদ মাহমুদ খান। মতবিনিময় সভায় থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, সারাদেশে জঙ্গিরা খুন-জখম করা শুরু করেছে। এদের রূখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিরা যাতে কোথাও কারো সহযোগিতা না পায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। জঙ্গিদের সম্পর্কে কেউ কোন ইনফর্মেশন পেলে গোপনে পুলিশকে অবগত করতে হবে। এছাড়া নিজেদের এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলেই পুলিশকে খবর দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।