গাবতলীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং
গাবতলী(বগুড়া)প্রতিনিধি-বগুড়া জেলা বিএম’র সভাপতি আ’লীগনেতা ডাঃ মোস্তফা আলম নাননু বলেছেন, বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। দেশের গুরুত্বপুর্ন পদে বিসিএস ক্যাডারদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতায় সকল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারী করা হয়েছে, দেশের উন্নয়ন-বিদ্যুৎ ও খাদ্য খাটতি পুরন হয়েছে। জনগগের সেবা ও সুবিধা নিশ্চিত করতে যোগাযোগ মন্ত্রনালয় থেকে রেলওয়ে মন্ত্রনালয়কে আলাদা করা হয়েছে। তিনি সকলকে সরকারের বিপক্ষে সমালোচনা নয় গঠন মুলক সমালোচনা করার ও উন্নয়ন মুলক পরামর্শ দেয়ার আহবান জানান। তিনি গতকাল বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ ইছামতি হলরুমে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে গাবতলী উপজেলা প্রশাসনের সহযোগীতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আহসান হাবিব, সহকারী কমিশনার ভুমি আশরাফুল ইসলাম, মডেল থানার ওসি শাহীম মাহমুদ খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন আলম চান্দু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, সুরাইয়া জেরিন রনি, সহকারী তথ্য অফিসার আব্দুর রহিম, আ’লীগনেতা আব্দুল গফুর,গাবতলী প্রেসক্লাব ও মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি বর্গ।