গাবতলীর কাগইলে ৫টি চোরাই গরু উদ্ধার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:56 PM, 10 August 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইলের কৈঢোপ গ্রাম থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয়রা । জানাগেছে গত মঙ্গলবার দিবাগত রাতে কৈঢোপ গ্রামের হিন্দুপাড়া এলাকায় জয়নাল কসাইয়ের বাড়ীর আশপাশে কয়েকটি গরু বেধে রাখা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়রা নবনির্বাচিত চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন ইউপি সদস্য মিকরাইল ইসলাম,সাজেদুর রহমান শামিম ও আব্দুল হান্নানকে খবর দেয়। চেয়ারম্যান মেম্বাররা রাতেই ঐ ৪টি গরু এবং জয়নাল কসায়ের বাড়ী থেকে ১টি গরু উদ্ধার করে কাগইল ইউপি কার্যালয়ে নিয়ে যায। পরদিন বুধবার গাবতলী থানায় খবর দিলে থানার এসআই লাল মিয়া সঙ্গীয় ফোর্স গরু ৫টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

আপনার মতামত লিখুন :