গাবতলীর রামেশ্বরপুরে নৌকা মার্কার পক্ষে গনসংযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ আসন্ন ২৫শে জুলাই গাবতলীর রামেশ্বরপুর
ইউপির উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কা
চেয়ারম্যান পদ-প্রার্থী সেকেন্দার আলী গতকাল রবিবার ইউনিয়নের
মুছিখালি গ্রামে দিন ব্যাপি ভোটারদের কাছে নৌকা মার্কা প্রতিকে
ভোট চেয়ে গনসংযোগ করেন। গনসংযোগকালে তিনি বলেন, বর্তমান
আ’লীগ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সরকারের
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা মার্কা প্রতিকে ভোট
প্রদানের জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন আ’লীগনেতা সাইদুর
রহমান, খাজা মোল্বা, আব্দুল জলিল, তবিবর রহমান, হেলাল উদ্দিন, খোরশেদ আলম,
ছামছুল আলম,আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।