গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা আটক ২
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ছাত্র রাহাত (১৪)। উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে ।
জানাযায়, রোববার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিঃ সময় কাঁঠালবাড়ী মোস্তাফিয়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র রাহাতের সঙ্গে একই গ্রামের খয়বর আলীর ছেলে রফিকুল ইসলামের তুচ্ছ বিষয় নিয়েকথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রফিকুল ও তার সহযোগীরা রাহাতকে এলোপাতারী মারপিট করে এসময় সে মারা যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রফিকুল ইসলামের স্ত্রী ধলি বেগম (৪৮) ও তার ছেলে রুবেলকে (২৫) আটক করা হয়েছে।