সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সেবা সেচ্চাসেবী সামাজিক সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম (২৫) কলারোয়া পৌরসদরে ১নং তুলসীগঙ্গার গ্রামের বাশিন্দা। তার মতো এক তরুন নিবেদিত সদস্য অকালে মৃত্যুতে সেবা সংগঠন গভীর ভাবে শোকাহত।রোববার ২৬মে ২০ এ রমজান সন্ধার দিকে ঢাকায় বেসরকারি গ্রীক এসি কোম্পানিতে চাকরি অবস্থায় কর্মস্থালে এসির গ্যাস বিস্ফারণ ঘটে সেই বিস্ফারনে অকালে তার প্রান হারাতে হয়।২৭মে সোমবার নিহত সিরাজুল ইসলাম এর নিজ বাস্থানে দাফন কার্য করা হবে।