চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং সহযোগী গ্রেফতার

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সহযোগীসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনাটি গত ১৯শে এপ্রিল রাতে উপজেলার কারেন্টহাটে ঘটেছে। ওই রাতে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম নেতৃত্বে এস আই মো. তাজুল ইসলাম, মো. আতিকুজ্জামান লিটন আকন্দ, এএস আই মো. ফিরোজ জামান, মো. ইবনে সাইদ ইমরান, মো. নুরুল হুদা, মো. আনোয়ারুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস চিরিরবন্দর কারেন্টহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিঠু কসাইকে (ইয়াবা, ফেন্সিডিল, গাজা বিক্রেতা) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ সময় পুলিশ তার এক সহযোগীকে আটক করে। থানার কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।