চিরিরবন্দরে কুরবানির মাংস দিতে গিয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেকিপুল বাজার নামক স্থানে মাইক্রো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে, আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল বাজারে নামক স্থানে । স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২নং উত্তর আলোকডিহি সোমিত ইসলাম(১৬), আব্দুল রউফ (প্রেফেসর) ছেলে, আশাদুল ইসলাম(১৬), আব্দুল ওহেদ ছেলে। পবিত্র ঈদের মাংস নিয়ে মোটরসাইকেল যোগে বোনের বাড়ি বেকিপুল বাজারেই উঠতেই দিনাজপুর থেকে রংপুর যাওয়ার পথে হাইয়েজ মাইক্রো মুখোমুখি সংষর্ঘে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোড়ে ধাক্কা দিলে মাথার ও বুকের মধ্যে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষনা করে। এলাকাবাসী আরো জানান, তারা দু’জনই এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। মাইক্রো ড্রাইভার এখন পর্যন্ত পলাতক রয়েছে।