চিরিরবন্দরে খাঁচাভর্তি ফেন্সিডিল ও ট্রাকসহ ১ জন আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:00 AM, 02 June 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ফেন্সিডিলসহ লিচুর খাঁচাভর্তি ট্রাকসহ আটক ১জনকে করেছে থানা পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, ৩১ মে বুধবার ৩১ মে দিবাগত রাত সাড়ে ৯টায়লিচুর খাঁচা ভর্তি একটি ট্রাক সেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার সময় থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারে দিনাজপুর-ঢাকা মহসড়কে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ লিচুর খাঁচাভর্তি বগুড়া ড- ১১-১৫১০ নম্বর একটি মিনি ট্রাক আটক করে। এসময় লিচুর দু’জন মালিক পালিয়ে গেলেও ওই ইউনিয়নের তুলশীরামপুর গ্রামের আমির আলী মেম্বারের ছেলে মসলেম (৩৫) ও একই এলাকার মজনু নহমানের ছেলে ইউনুস আলী (৩২) এবং ট্রাক চালক বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চকমোড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে বেলাল হোসেনকে (২৫) থানায় নিয়ে আসে পুলিশ। রাত ১০টায় দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. হাফিজার রহমান ফিজারসহ উপস্থিত সাংবাদিকের সামনে একটি লিচুর কাঁচা খোরা হরে ৯বোতল পেন্সিডিল পাওয়া যায়। ওই সময় ট্রাক চালকের কাছে খ৭াচার সংখ্যা ও ঘটনা জানতে চাইলে সে জানায়, ট্রাকে ৯৭টি খাঁচা রয়েছে। লিচুর মালিকরা বাগান থেকে খাঁচা করে এনে ট্রাকের কাছে আনরে লেবার লোড করেছে। লিচুগুলি গাজীপুরর চৌরাস্তায় যাচ্ছিল। ট্রাকের হেলপার সৈকত আলী (১৩) জানায়, মেহেদি ও আশেকুর নামে দুজন ওই খাঁচায় লতিফ নাম লিখে বেশ কয়েকটি খাঁচা লোড করেছে। আটককৃত মসলেম ও ইউনুস জানায় প্রতিদিন আমতলি থেকে ৪/৫ ট্রাক লিচুর খাঁচা লোড করা হয়। আমরা সেগুলো তদারক করি। খাঁচায় ফেন্সিডিলের বিষয়ে আমরা কিছু জানি না। থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই লিচুর খাঁচাভর্তি ট্রাকটি, চালককে আটক করে ও হেলপার নাবালক হওয়ায় তাকে সাথে করে তানায় আনা হয়। একটি খ*াচা খুলে ৯টি ফেন্সিডিল ভর্তি বোতল পাওয়া যায়। এ ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাতে লেবার না থাকায় সব খাঁচাগুলি আনলোড ও খোলানো সম্বব হয়নি। ভোরে লিচুর খাঁচার মালিকগন এসে নিজ নিজ খাঁচা খুললেও কোন পেন্সিডিলের বোতল পাওয়া যায়নি। এ ঘটনার চালক ও লিচুর মালিক গাজীপুরের চৌরাস্তার লতিফ নামে দু’জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উলে­খ্য আমতলী বাজারটি ভারতীয় সীমার মধ্যে পড়ায় প্রতিদিন শতশত ফেন্সিডিলবোতল, ইয়াবা ওই বাজার হতে দেশের ভিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সরকারী দলের একটি অঙ্গ সংগঠনের নেতারা এ ব্যবস্যাটি নিয়ন্ত্রণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সাধারন জনগন।

আপনার মতামত লিখুন :