চিরিরবন্দরে ছেলেধরা সন্দেহে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:29 PM, 21 July 2019

মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ছেলে ধরা সন্দেহে মো. মিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনী দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনাটি আজ ২১শে জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের মুহুরীপাড়ায় ঘটেলে। আটত মিরু মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালীর আব্দুল হাইয়ের ছেলে।
এলকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় মিরু মিয়া একটি পুরাতন চটের বস্তা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এতে এলাকার লোকজনের ছেলেধরা সন্দেহ হলে তাঁকে আটক করে গণপিটুনী দিতে থাকে। এসময় স্থানীয় ইউপি সদস্য মাবিয়া বেগম ঘটনাস্থলে উপস্থিল হয়ে থানা পুরিশে খবর দেয়। থানা পুলিশের এসআই আব্দুল জলিল ঘটনাস্থলে এসে মিরু মিয়াকে থানায় নিয়ে আসেন।
চিরিরবন্দর থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত মিরু একজন অর্ধপাগল ব্যক্তি। তবে এলাকাবাসীকে ছেলে ধরা সম্পর্কে সজাগ থাকতে হবে। ছেলেধরা মারপিট না করতে সকলের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :