চিরিরবন্দরে জাতীয় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেলথ প্রোগ্রাম
মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ হেলথ প্রোগ্রাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০শে এপ্রিল শনিবার দুপুর ১২টায় উপজেরা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল হেলথ প্রোগ্রাম ও আলোচনা সভা হয়। সভায় আলেঅচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আজমল হক ও বিদ্যারয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ওএফএম মোরশেদ আলম। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।