চিরিরবন্দরে বজ্রপাতের বৃদ্ধার মৃত্যু আহত ৮
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পলীতে বজ্রপাতে এক বৃদ্ধা নিহত ও তার প্রতিবেশি ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বজ্রপাতের ঘটনাটি গত ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের বালাপাড়ায় ঘটেছে। ওইদিন বৃষ্টিপাতের সময় বজ্রপাত সংঘটিত হলে বাড়ির বাইরে থাকা মৃত পান মামুনের স্ত্রী ঝিলকি বালা (৮০) নামে এক বৃদ্ধা মহিলার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এসময় বজ্রপাতে আহতরা হলেন ওই এলাকার মিষ্টারের স্ত্রী জেসমিন (৪০), মোকলেছের স্ত্রী রোজিনা বেগম (৪২), নুর আলমের স্ত্রী মোসলেমা বেগম (৩৫), দেলোয়ারের স্ত্রী মনিরা বেগম (৩০), ভুসাইয়ের স্ত্রী মিলকি বেগম (৬০), পাচিরউদ্দিনের ছেলে আবুবক্কর (২০), মৃত মন্ডলের ছেলে আবুল হোসেন (৭০), হায়দার আলী শিশুপুত্র আব্দুর রহিম (২)। গুরুতর আহত জেসমিন বেগম ও রোজিনা বেগমকে পাবর্তীপুর উপজেলার ল্যাম্ব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।