চিরিরবন্দরে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইছামতি নদীর পার্শ্বে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের উপরে ব্র্যাক অফিসের সামনে মো. শাহ্জাদা আলম (৪৫) নামে গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। এঘটনাটি গত ২৮শে জুলাই শুক্রবার রাত সাড়ে ৭টায় ঘটেছে।
জানা গেছে, অটোর ড্রাইভার আব্দুর রহমান জানান, তাকে রাস্তার ধারে শাহ্জাদা আলম নামে এক ভ্যক্তিকে দেখতে পেয়ে রাণীরবন্দর পলিটেক প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে পরে তাকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাইভেট হাসপাতালের মালিক রেজা হাইওয়ে থনায় ফোন করে। হাইওয়ে থনার ওসি জানান, শাহ্জাদার অবস্থা খুবই গুরুতর তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্য কুন্দল হাসপাতালে নিয়ে যেতে বলেন্। পরে কুন্দল হাসপাতালের ডাক্টার তাকে রমেক হাসপাতালে রেফার্ড করে।