চিরিরবন্দরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২০শে মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা পরিচালনা কমিটির বাস্তবায়নে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান রেজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, প্রেস ক্লাবের সম্পাদক মোরশেদ উল-আলম, এসময় প্রতিযোগিতার বিচারক বিধান কুমার দত্ত, সাবিনা ইয়াসমিন, সামিনুর রহমান, সাঈদ মো. মুনতাছির, মোছা. ফারজুয়ারা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।