চিরিরবন্দরে হাফেজ আনারুল নিখোঁজ সন্ধানে পুলিশের ব্যাপক তল­াশি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:44 PM, 24 July 2016

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজ হাফেজ আনারুলসহ ২জনের সন্ধানে পুলিশ ব্যাপক তল­াশি শুরু করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়ার চুড়িফিতা ফেরিওয়ালা হবিবরের পুত্র আনারুল(২২) ৩বছর পূর্বে কাউকে না জানিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর কিছুদিন পূর্বে বাড়ীতে এসে আবারো গোপনে চলে যায়। এলাকাবাসী জানান, আনারুল একজন হাফেজ। সে বাড়ীতে এসে ১৪/১৫দিন অবস্থান করে অনেকটা নিরবে ও গোপনে চলাচল করেছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, নিখোঁজের সাথে জঙ্গী কার্যক্রম, নাশকতা বা অন্যান্য কর্মকান্ডের সংশ্লিষ্টতা দেখা হচ্ছে। এছাড়াও অন্য নিখোঁজের ব্যাপারে অনুসন্ধান চলছে। তিনি আরও জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময় করে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় পাড়ার নিখোঁজ ছেলে-মেয়েদের তালিকা করা হচ্ছে। এছাড়াও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, আনসার-ভিডিপি, ইউপি চেয়ারম্যান, সদস্য, ঈমানসহ গোপন সোর্সদের মাধ্যমে নিখে৭াজদের খোঁজ নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :