চিরিরবন্দর প্রেস্ ক্লাবে উদ্যোগে ইফতার ও সভা অনুষ্ঠিতঃ
এম এ হক দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের চিরিরবন্দর প্রেস্ ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল ৫টায় প্রেস ক্লাব চত্ত¡রে ক্লাবের সভাপতি মো: আকতার হোসেন এর সভাপতিত্বে ইফতার পূর্বে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৪(চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি আলতাজ্ব আখতারুজ্জামান মিয়া। তিনি তার বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের প্রকৃত সত্য ও বস্তু নিষ্ঠ্য সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, অত্র এলাকায় বাস্তবে কার সময়ে উন্নয়ন হয়েছে তা লেখনির মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এ সময় প্রেস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এম. এ. কারী, আজকের প্রতিভার বার্তা সম্পাদক মো: আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো: মোরশেদ আলম সহ প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।