চিরিরবন্দর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রজেক্টর ও অ্যামপ্লিফায়ার বিতরণ
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও অ্যাপ্লিফায়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থপনায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যারয়ে ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে প্রজেক্টর ও অ্যামপ্লিফায়ার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী। উপজেলা শিক্ষাক কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ সশয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু, নুর এ কামাল, নরেন্দ্র নাথ রায়, প্রাথমিক মিক্ষক সমিতির সভাপতি আরিফুল আলম শাহ্ প্রমুখ উপস্থি ছিলেন।