ছাত্রলীগ এর পতিপক্ষ হামলায় চার টি আগুল কেটে নেওয়ায় অন্যতম আসামি আটক।
সাজমিন সাথী ঃ সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলা পৌরসদরে তুলসিডাজ্ঞা ১নং ওয়াড কানিপাড়া গ্রাম তার নিজ বাড়ি থেকে আটক করে।জহুরুল ইসলাম টিটু ওই গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র। এবং কলারোয়া থানা ওসি মনিরুজ্জান বলেন সিসি ক্যামেরা এর মাধ্যমে আসামিকে সনাক্ত করে। আসামিকে সাতক্ষিরা জেলা কারাগারে প্ররন করেন,রিমান্ড মুঞ্জুর করে।কিন্তু আটক হয়নি মুলহেতা শেখ সাগর,বাবু,পলাশ,নাইচ।এরা পালিয়ে থাকার কারনে সন্ধান মেলেনি মুলহেতা দের।