জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সব ধরণের চক্রান্ত প্রতিহত করতে হবে- ডাঃ নাসির উদ্দিন এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:22 PM, 15 August 2019

মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
১৫ আগস্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টায় বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে একটি শোক র‌্যালি উপজেলা মোড় থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে পুণরায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ।
এর পর ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর মুরালি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকাল ৮ টা ৩০ মিনিটে ঝিকরগাছা বাস স্ট্যান্ড এ ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট
পাকিস্তানের দোসররা গভীর চক্রান্তের মাধ্যমে বাঙালির স্বপ্নদ্রষ্টা জাতির পিতাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সেই কুচক্রী মহল এখনো সক্রিয় আছে দেশ ও দেশের মানুষের ক্ষতি করার জন্য। আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এই সব কুচক্রী, ষড়যন্ত্রকারী ও গুজব রটনাকারীদের প্রতিহত করা ।”
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল,ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃমনিরুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃসেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃআনোয়ার পাশা জামাল,যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ শামসুর রহমান,শ্রমিকলীগের প্রচারসম্পাদক মোঃমাহাবুর রহমান বরি সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ এবং এর অঙ্গসহযোগি সংগঠনের সকল নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :