ঝিকরগাছার কপোতাক্ষ নদে পোনা মাছ অবমুক্ত
মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় শনিবার (১৭ অগাস্ট) যশোরের ঝিকরগাছা উপজেলার কপোতাক্ষ নদে ১০-১৪ সেন্টিমিটার সাইজের সর্বমোট ৭১ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেছেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল(ob) ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এসময় তিনি কপোতাক্ষ নদ দখল মুক্ত করতে নির্বাহী ম্যাজিট্রেট সহ উর্দ্ধতন সকল কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি আরও বলেন দখলদার যত বড় ক্ষমতাধারী হোক না কেন কেউ আইনের ঊর্ধে নয় । তাই আইন প্রয়োগ করে কপোতাক্ষ নদ দখলমুক্ত করতে সব ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার কবির সহ উপজেলা মৎস অফিসার কর্মকর্তা-কর্মচারী গণ,ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক ইমরান রশিদ,সাংবাদিক মিঠুন সরকার সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা ।