টংগুয়ার অসমাপ্ত ড্রেনের নির্মাণ কাজ সমাপ্তকরনের দাবী
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রদিনিধি: খানসামা উপজেলার টংগুয়া বাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও এলাকাবাসী নির্মানাধীন অসমাপ্ত ২শ’ মিটার ড্রেনের কাজ সমাপ্ত করার জন্য উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোড় দাবী করছেন। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই রাস্তার উপর জমে থাকে ১ থেকে ৩ ফুট দূর্গন্ধযুক্ত পঁচা পানি। ২শ’ মিটার ড্রেনের কাজ সমাপ্ত হলে ড্রেন দ্বারা পানি নিষ্কাশন হলেই রাস্তায় যাতায়াতে সুবিধাভোগ করতে পারবে এলাকাবাসী। নির্মানাধীন ড্রেনটির কাজ জনগুরুত্বপূর্ণ এলাকায় এসে আটকে যাওয়ার ফলে রাস্তা চলাচলে অসুবিধায় পড়তে হয় যাবাহনসহ অনেক লোকজনকে। দ্রæত ড্রেনটির কাজ সমাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট বাজার কমিটিসহ এলাকাবাসী জোড় দাবী জানিয়েছে। ইতোমধ্যে ড্রেনটিতে আটকে থাকা পঁচা পানি আর্বজনার স্তুপে পরিণত হয়ে গন্ধে বায়ু দূষণসহ পরিবেশ নষ্ট হচ্ছে।